একটা রাত ছিল,
আমাদের সমষ্টিগত চেতনা
আমাদের জাগরণের কন্ঠস্বরকে দমিয়ে রাখতে
অসংখ্য রাইফেল, বুলেট, ট্যাংকার
সেই সাথে হায়না, শকুন, রাস্তার লেরি কুত্তা
সমস্বরে, হইহই-রইরই করতে করতে
এলোপাথারি ঝাপিয়ে পড়েছিল
আমাদের মা-বোন, বাবাদের উপর।
বাবার বুকের সন্তান, মায়ের কোলের মানিক,
বোনের সম্ভ্রম, সেই সাথে
ভাইয়ের স্বপ্ন, প্রেমিকার দেয়া কথা
সব তখন শত্রুর সুস্বাদু লুটের বস্তু।
আর আমাদের সম্বল-
আর্তনাদ, চিৎকার, আহাজারি!
এমন একটা ঘোর তমশার রাত্রি ছিল ৭১এর, মার্চে।
যে তমশার মধ্যে ছিল
বাঙালী জাতির চিরকালের আলোর সন্ধান,
আজীবনের আলোর বাণী- স্বাধীনতা।
একটি স্বাধীন দেশের জন্য,
শতশত বছরের পরাধীনতার গ্লানি,
ক্রীতদাসের মত অত্যাচারিত হবার বিরুদ্ধে
সংগ্রাম! সংগ্রাম! সংগ্রাম!
প্রাণে-মনে, চিন্তায় কেবল
মহানায়কের সেই অমিয় বাণী-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
আজকের এই দেশ, সবুজ, এই সূর্য জন্মের
একটা ঘন কালো রাত ছিল,
যেদিন আমাদের পূর্বপুরুষেরা
আমাদের জন্য একটা সোনালী দিনের জন্ম দিয়েছিল
রক্তের বিনিময়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Richard D Costa
হৃদয়স্পর্শী কবিতা! এই কবিতাটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত, শিহরিত ও উজ্জীবিত করবে। অসাধারণ তোমার লেখনী। অনেক দূর এগিয়ে যাও এই আশীর্বাদ ও শুভকামনা রইলো।
Tanha Ahmed Tahi
এককথায় অসাধারণ। আমাদের পূর্বপুরুষদের অসামান্য অবদান খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন কবিতাটির মাধ্যমে। সত্যিই তাদের রক্তের বিনিময়েই আমাদের আজকের এই সোনালী দিন, যা কখনো ভুললে চলবে না।
শুবকামনা রইলো আপনার জন্য
Rani Corraya
লেখতে হয়ত সবাই পারে তবে লেখার মধ্যে সেই পটভূমির স্পর্শ আর অনুভব থাকা আবশ্যক। আপনার লেখায় অনেকটাই সেই অনুভব খুঁজে পেলাম। ধন্যবাদ এমন অনুভূতি বার বার ফিরিয়ে দেবার জন্য।
ভাল থাকবেন৷ শুভকামনা রইল।
Mariya Priya
কি অসাধারণ আপনার শব্দচয়ন। এক কথায় যাকে বলে সহজ সুন্দর। বিশেষ করে-
"সংগ্রাম! সংগ্রাম! সংগ্রাম!" একটা শব্দের পুনরাবৃত্তি যেন গায়ে কাটা জাগিয়ে দেয়। অসাধারণ!
আপনার জন্য নিরন্তর শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।